আজ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

জ্ঞান অর্জনের বিকল্প নেই

গুইমারায় “সম্মেলিত ছবক দান অনুষ্ঠানে বক্তারা -অভিষ্ট লক্ষে পৌঁছতে হলে জ্ঞান অর্জনে বিকল্প নেই

নিজস্ব প্রতিবেদক:: গুইমারায় “সম্মেলিত ছবক দান অনুষ্ঠান” এর আয়োজন করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন,মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৭ম পর্যায়ে উপজেলার “সম্মেলিত ছবক দান অনুষ্ঠানের আয়োজন করে।

বুধবার (২০ ডিসেম্বর ২০২৩) সকালে ইসলামিক ফাউন্ডেশন গুইমারা উপজেলার আয়োজনে গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসা সম্মেলন কক্ষে অনুষ্ঠান পরিচালনা করেন, হাজাপাড়া মাদ্রাসার ইমাম মো. গোলাম মোস্তফা।

এতে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা কৃষি কর্মকর্তা ওঙ্কার বিশ্বাস,ইসলামী ফাউন্ডেশনের সুপার ভাইজার মো: এরশাদ,গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসা সুপার মাওলানা জয়নাল আবেদীন,গুইমারা কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা ওসমান গণি,গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলম প্রমুখ এতে অংশ নেন।

পরে এতে মসজিদ ১২টি কেন্দ্রের শিক্ষার্থীদের অংশ গ্রহনে প্রাতিষ্ঠানিক ছবক দানের পাশাপাশি শিক্ষার্থীদের সুশিক্ষা গ্রহণে সঠিক জ্ঞান অর্জনের প্রয়োজনীয়তাসহ অভিষ্ট লক্ষে পৌঁছতে হলে জ্ঞান অর্জনে বিকল্প নেই বলে মন্তব্য করেন বক্তারা। এতে প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থী,শিক্ষকরা অংশ নেন।

Share

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

You cannot copy content of this page