নুরুল আলম:: টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসি পানিতে পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে খাগড়াছড়ির নিম্নাঞ্চল। পানিবন্দী মানুষগুলোর অবর্ণনীয় দূর্ভোগের মধ্য দিয়ে কাটছে সময়।
বৃহস্পতিবার (২২ আগস্ট ২০২৪) ভোর থেকে পানি বেড়েছে আগের চেয়ে বেশি। ফলে নতুন নতুন এলাকায় পানি ডুকে পরিবার-পরিজন, গবাদিপশুসহ আসবাবপত্র ও মালামাল নিয়ে কষ্টের শেষ নেয় আবাসিক এলাকায় বসবাসরতদের।
অতিবৃষ্টির ফলে খাগড়াছড়ির আরামবাগ,মুসলিমপাড়া,উত্তর গঞ্জপাড়া,দক্ষিণ গঞ্জপাড়া, বটতলী, ফুটবিল, স্বনির্ভর, নিচের বাজার, মেহেদী বাগ, খবংপুড়িয়াসহ বিভিন্ন উপজেলাগুলোতে পানি উঠায় দূচিন্তার শেষে মানুষের মধ্যে।
খাগড়াছড়ি জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় পাহাড় ধ্বংসের ঘটনাও ঘটছে। নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছে অসহায় মানুষগুলো। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে মানুষ আশ্রয় নিতে দেখা গেছে। বন্যার্তদের সহায়তায় কাজ করছে রেড ক্রিসেন্টের সদস্যারা। এছাড়াও একাধিক স্বেচ্ছাসেবক সংগঠন ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়ে কার্যক্রমে এগিয়ে এসেছে।
এরই মধ্যে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বন্যার্তদের খোঁজ খবর নিয়ে সহায়তায় কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ত্রান বিতরণ ও অসহায়দের সহাতায় কার্যক্রম চলমান আছে বলে তিনি জানান।
You cannot copy content of this page
Leave a Reply