ডেস্ক রিপাের্ট:: খাগড়াছড়িতে আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩৪ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকাল থেকে বিজিবি সদস্যরা শহরের বিভিন্ন স্থানে টহল শুরু করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তারা একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কাজ করবে।
স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য, বিজিবি ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ এর অধীনে ২০২৩ সালের ২৯ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১০ জানুয়ারি পর্যন্ত দেশের নির্বাচনী এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে একটি মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।’
You cannot copy content of this page
Leave a Reply