আজ ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষনার দাবী

নুরুল আলম:: দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষনার দাবী জানিয়ে খাগড়াছড়িতে বিএনপির জনসমাবেশে বক্তারা বলেন, বিগত দিনে আওয়ামীলীগ বাংলাদেশকে তলাবিহীন ঝুঁড়িতে পরিণত করেছিলো ।

তাই দ্রুত সময়ে নির্বাচন দিয়ে দলীয় সরকারের কাছে দেশের ক্ষমতা বুঝিয়ে দিতে আহ্বান জানিয়েছেন চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনিরুল হক চৌধুরী। তিনি আরো বলেন, ফাসিষ্ট স্বেরাচারী সরকারের কাছ থেকে পাহাড়ি-বাঙালি সকলে নির্যাতিত হয়েছে। কেউ রক্ষা পায়নি। তিনি তারেক জিয়ার ৩১দফা বাস্তবায়নে সকল নেতা কর্মীদের কাজ করার আহ্বান জানান।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী ২০২৫) বিকালে খাগড়াছড়ি পৌর শাপলা চত্বর মুক্তমঞ্চে খাগড়াছড়ি জেলা বিএনপির আয়োজিত জনসমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার সভাপতির বক্তব্যে বলেন, স্বৈরাচারী আওয়ামীলীগের অত্যাচার-নির্যাতনে স্বীকার হয়েছিলো বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তাদের সীমাহীন অত্যাচারে বিএনপির দলীয় নেতাকর্মীরা ঘরে ঘুমাতে পারেনি।

জেল-জুলুম-হুলিয়া মাথায় নিয়ে দেশে দেশে পালিয়ে বেড়াতে হয়েছিলো বিগত ১৫ বছর। দেশের মানুষকে জিম্মি করে একচ্ছত্র রাজনৈতিক প্রভাব বিস্তারকারীদের আইনের আওতায় এনে বিচার দাবি করেন তিনি। একই সময়ে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সহনীয় পর্যায়ে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রের পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্ত মোকাবেলাসহ বিভিন্ন দাবি জানান বক্তারা।

এতে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপি সাধারন সম্পাদক এম এন আবছার, সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা ও খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী। সমাবেশে খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী, এডভোকেট আব্দুল মালেক মিন্ট, মোশারফ হোসেন,অনিমেষ চাকমা রিংকু,সাংগঠনিক সম্পাদক,আব্দুর রউফ রাজা, জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ,জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুলল্লাহ আল নোমান সাগর বক্তব্য রাখেন।

Share

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

You cannot copy content of this page