নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়িতে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। মঙ্গলবার সকালে খাগড়াছড়ি জেলা সদরের শালবন এলাকায় কালেক্টরেট প্রতিবন্ধী বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ তুলে দেয়া হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪৫ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ার, ট্রাই-সাইকেল, টয়লেট চেয়ার ও ওয়াকার বিতরণ করেন তিনি। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সহায়তায় ৪০ জন হুইল চেয়ার, ২ জন ট্রাই-সাইকেল, ২ জন টয়লেট চেয়ার এবং ১ জন ওয়াকার গ্রহণ করেন। এর আগে কালেক্টরেট প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আরেফিন জুয়েল, জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী ও জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. শাহজাহান। পরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবনির্মিত ভবন উদ্বোধন এবং জেলা সদরের কমলছড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
You cannot copy content of this page
Leave a Reply