নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ি প্রেসক্লাব ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) চলমান পরিস্থিতি পর্যালোচনা করে সাংবাদিকদের পেশাগত মান-মর্যাদা ও সুরক্ষা বৃদ্ধির লক্ষ্যে এক জরুরি সভার আয়োজন করেছে। আজ ১২ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার সকাল ১১টায় প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত এই সভায় সাম্প্রতিক সময়ের নানা ঘটনা নিয়ে বিশদ আলোচনা করা হয় এবং একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় জানানো হয়, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার দাপ্তরিক দায়িত্ব পালনে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের বিরুদ্ধে তার সহযোগীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ প্রচারণা চালাচ্ছে। সাংবাদিকরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং এর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সাংবাদিকদের ওপর চলমান এই মানসিক চাপ ও হয়রানির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও হস্তান্তরিত বিভাগের দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতা নিয়ে সত্যনিষ্ঠ সংবাদ প্রচার অব্যাহত রাখা হবে। পাশাপাশি, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার সকল সংবাদ বর্জনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় আরও উল্লেখ করা হয় যে, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে যদি কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়, তাহলে তা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে। সাংবাদিক নেতৃবৃন্দ গণমাধ্যমকর্মীদের সহনশীলতা বজায় রেখে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে, সাংবাদিকদের ব্যক্তিগতভাবে আক্রমণ করা হলে তা আইনগতভাবে মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি, পেশাগত মর্যাদা রক্ষায় নিজেদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সহযোগিতা আরও দৃঢ় করার আহ্বান জানানো হয়। সভায় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা সবাইকে ঐক্যবদ্ধ থেকে দায়িত্ব পালন করার অনুরোধ জানান এবং সকলের সহযোগিতা কামনা করেন।
You cannot copy content of this page
Leave a Reply