রাঙামাটি,প্রতিনিধি:: রাঙামাটির কাউখালী উপজেলায় মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক ইটভাটা শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের ডাকবাংলো এলাকা থেকে। পুলিশের সূত্রে জানা গেছে, মৃত ইটভাটা শ্রমিকের নাম মো. টিটু (৩৫)। তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায় হলেও তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার এলালায় শ্বশুড় বাড়িতে থাকতেন। কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সোহাগ জানান, বিকাল সাড়ে ৪টার দিকে পুলিশের কাছে খবর আসে যে ডাকবাংলো এলাকায় একটি মৃতদেহ মাটিতে পড়ে রয়েছে। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। ওসি আরও জানান, প্রথমে ধারণা করা হয়েছিল যে, স্ট্রোক করে মাটিতে পড়ে মারা গেছেন টিটু। ইটভাটার ম্যানেজার তাকে শেষবার গত সোমবার রাতে দেখেছিলেন এবং জানিয়েছেন, তিনি সর্বক্ষণ নেশাগ্রস্ত থাকতেন। মুখমন্ডলে রক্ত দেখে মনে হচ্ছে, হয়তো তিনি পড়ে গিয়ে মারা গেছেন। এছাড়াও নাক কেটে গিয়েছিল বা কোনো পোকায় খেয়ে ফেলতে পারে। তবে, প্রাথমিকভাবে কোনো সন্দেহজনক কিছু মনে হচ্ছে না। মৃতদেহটি ময়না তদন্তের জন্য বুধবার রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে, সোমবার দুপুরে একই ইউনিয়ন থেকে শীলা নামে এক হিজড়ার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানা পুলিশ আরও তদন্ত শুরু করেছে।
You cannot copy content of this page
Leave a Reply