নুরুল আলম:: বিশিষ্ট লেখক ও দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ড. রেজোয়ান সিদ্দিকীর প্রথম মৃত্যুবার্ষিকীতে দৈনিক দিনকালে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল বাদ মাগরিব দৈনিক দিনকাল কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দৈনিক দিনকালের কর্মরত সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ড. রেজোয়ান হোসেন সিদ্দিকীর জন্ম ১৯৫৩ সালের ১০ ফেব্রুয়ারি টাঙ্গাঈল জেলার এলাসিন গ্রামে। বাবা মরহুম আতিকুল হোসেন সিদ্দিকী। মা মরহুম হাওয়া সিদ্দিকী। তিনি এসএসসি পাস করেন ১৯৬৮ সালে। সাংবাদিক পেশায় ঢুকেছেন ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে দৈনিক বাংলায়। প্রুফ লিডার হিসেবে শুরু করেছিলেন। সেখানে শেষে ছিলেন সিনিয়র সহকারী সম্পাদক। একই সঙ্গে ছিলেন ফিচার এডিটর সিনে সম্পাদক, সাহিত্য সম্পাদক। খবরের কাগজে সাংবাদিকতার এমন কোনো পদ নেই, যে পদে কাজ করেননি তিনি। সর্বশেষ দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে কর্মরত থাকা অবস্থায় তিনি মারা যান। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক হিসেবেও কাজ করেছেন চার বছর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন ১৯৭৩ সালে।
১৯৭২ সাল থেকেই ছোট গল্পকার ও কলাম লেখক হিসেবে পরিচিতি লাভ করেন রেজোয়ান সিদ্দিকী। লেখাপড়া করেন সাহিত্যে। কিন্তু এইচএসসি পর্যন্ত তিনি ছিলেন বিজ্ঞানের ছাত্র। চেয়েছিলেন বড় লেখক হবেন। তার গবেষণা, প্রবন্ধ, কলাম, উপন্যাস, নাটক, ফিকশন কোনটা যে টিকবে তিনি ধারণাও করেন না। তা সত্ত্বেও এই সময়ের সবচেয়ে শক্তিশালী কলম- সৈনিক ড. রেজোয়ান সিদ্দিকী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন ১৯৯৫ সালে। হল্যান্ডের আইএসএস (ইনস্টিটিউট অব সোস্যাল স্টাডিজ) থেকে আন্তর্জাতিক সম্পর্ক ও উন্নয়ন বিষয়ে তিনি অর্জন করেছেন স্নাতকোত্তর ডিপ্লোমা। রেজোয়ান সিদ্দীকির ১ম মৃত্যুবার্ষিকী বিভিন্ন গনমাধ্যমে প্যকাশিত হয়।
You cannot copy content of this page
Leave a Reply