আজ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

শিক্ষা, স্বাস্থ্যসহ জনকল্যাণে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকলে এগিয়ে যাবে খাগড়াছড়ি

মতবিনিময় সভা, স্কুল, হাসপাতাল, বাজার পরিদর্শনে চেয়ারম্যান-সদস্যরা

নুরুল আলম:: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা বলেছেন, শিক্ষা,স্বাস্থ্যসহ জনকল্যাণে সকলের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকলে এগিয়ে যাবে পার্বত্য খাগড়াছড়ি।

বৃহস্পতিবার (৯ জানুয়ারী ২০২৫) লক্ষ্মীছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার এর আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি শিক্ষার প্রসারে গুরুত্বারোপ করে লক্ষ্মীছড়িতে বালিকা উচ্চ বিদ্যালয়ের জায়গা নির্ধারণ করা গেলে পরিষদের পক্ষ থেকে অবকাঠামো নির্মাণে সহায়তার প্রতিশ্রুতি দেন।

লক্ষ্মীছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অঃদাঃ) মোহাম্মদ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রফেসর আব্দুল লতিফ,প্রশান্ত কুমার ত্রিপুরা,শেফালিকা ত্রিপুরা, এড. মনজিলা,মোঃ শহীদুল ইসলাম সুমন,অনিময় চাকমা,লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া,বিভিন্ন ইউপির চেয়ারম্যানসহ স্থানীয় গন্যমান্যরা এতে বক্তব্য রাখেন।

এতে বক্তারা, গুণগত মানের শিক্ষা ব্যবস্থা দেশ,জাতি ও সমাজকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে। তাই উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে খাগড়াছড়ি পার্বত্য পরিষদ অগ্রণি ভূমিকা রেখে আসছে এবং চলমান রাখার দাবি জানান।

অবৈধ ভাবে বিগত দিনে প্রাথমিক শিক্ষক নিয়োগে ঘুষ বাণিজ্য বদলী খাগড়াছড়ি শিক্ষা ব্যবস্থার প্রধান অন্তরায় বলে মন্তব্য করে কোন ধরনের অনিয়ম ছাড়াই পরিষদ থেকে আগামী নিয়োগ ও কার্যক্রম পরিচালনার প্রতিশ্রুতি দেন পরিষদ সদস্য প্রফেসর আবদুল লতিফ।

লক্ষ্মীছড়ি উপজেলায় বালিকা উচ্চ বিদ্যালয়,বিভিন্ন ইউনিয়নে স্কুল অবকাঠামো না থাকা,বিদ্যুৎ, বাজারসহ নানান সংকট ও পিছিয়ে থাকা উপজেলা লক্ষ্মীছড়িকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদসহ প্রশাসনের প্রতি আন্তরিক সহায়তা চান। পরে বিভিন্ন স্কুল,হাসপাতাল,কবর স্থান,বাজার পরিদর্শন করেন অতিথিরা।

Share

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

You cannot copy content of this page