আজ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

মাসব্যাপী অনুমোদনহীন সম্প্রীতি বিজয় মেলা আয়োজন; নীরব প্রশাসন

বেপরোয়া হাউজি, লটারী ও অবৈধ জুয়ায় পকেট কাঁটছে খাগড়াছড়িবাসীর

নিজস্ব প্রতিবেদক:: অনুমোদনহীন সম্প্রীতি বিজয় মেলা-২০২৪ চলছে খাগড়াছড়িতে। মাসব্যাপী এ মেলার শিরোনামে সম্প্রীতি বিজয় মেলা নাম করণ করা হলেও বেপরোয়া অবৈধ সাবান খেলা, হাউজি, লটারী পকেট কাঁটছে খাগড়াছড়িবাসী। তারপরও নীরব প্রশাসন।

গেল ১৬ ডিসেম্বর ২০২৪ এই মেলার আনুষ্ঠানিকতা শুরু হলেও দীর্ঘ সময়ে প্রশাসনের নাকের ডগার উপর এ যজ্ঞ চলমান থকলেও অদৃশ্য কারনে নির্বিকার স্থানীয় আইন প্রয়োগকারীরা।

বর্তমান অর্থনৈতিক মন্দার বাজারে বিনোদনের নামে সাধারন মানুষের অর্থ হাতিয়ে নেয়ার হাতিয়ার এই মাসব্যাপী ”সম্প্রীতি বিজয় মেলা” গলার কাটা হয়ে দাঁড়িয়েছে নিম্ন আয়ের মানুষের জন্য। যেখানে নিরব দুর্বিক্ষের কষাঘাতে দিন অতিবাহিত করছে সাধারন খেঠে খাওয়া মানুষদের। সেখানে এ মেলার খাগড়াছড়িবাসীর জন্য অর্থনৈতিক ভাবে দূর্বল করার মুলমন্ত্র হয়ে দাঁড়িয়েছে বলে দাবী খাগড়াছড়িবাসীর।সচেতন

কেউ মোবাইল নিয়ে সাবান খেলার (জুয়া) ভিডিও বা ছবি ধারনের আশঙ্কা থেকে তাদের মোবাইল নিয়ে প্রবেশে লাঞ্চিত করার ঘটনাও ঘটেছে এ মেলায়।

বর্তমানে খাগড়াছড়ির দেখাদেখি মানিকছড়ি উপজেলার গাড়িটানায়ও ৫ জানুয়ারী থেকে শুরু হতে চলেছে বিজয় মেলার নামে জুয়া ও অশ্লিল নৃত্য। সূত্রে জানা যায়, এই মেলা ২১ দিন চলমান থাকবে। এই জুয়া মারাত্মকভাবে প্রভাব ফেলছে উঠতি বয়সী যুবক থেকে শুরু করে স্থানীয় দিনমজুর খেটে খাওয়া মানুষদের উপর। এছাড়াও লটারীর নামে অভিনব কায়দায় মানুষদের পকেট কাটছে মেলা কর্তৃপক্ষ। বিভিন্ন মূল্যবান উপহার দেখিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।

বিষয়টি নিয়ে মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আফরোজ ভূঁইয়ার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, মেলা আয়োজনের কোনো অনুমতি দেওয়া হয়নি। একটি মহল নিজেরা নিজেরাই মেলা আয়োজন করছে।

মেলার বিষয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান বলেন, সম্প্রীতি বিজয় মেলা-২০২৪ এর কোন অনুমোদন দেয়া হয়নি।

Share

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

You cannot copy content of this page