বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:-রাঙ্গামাটির বিলাইছড়িতে কার্বারী নেটওয়ার্ক এসোসিয়েশন- এর ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ৩১ ডিসেম্বর) সকাল ১০:০০ টায় উপজেলা অডিটোরিয়ামে কার্বারী নেটওয়ার্ক এসোসিয়েশনের আয়োজনে এই সভা করা হয়।
সভায় অংসাখই কার্বারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, ১২০ নং সাক্রাছড়ি মৌজার হেডম্যান রমাকান্ত তঞ্চঙ্গ্যা(আমু,) ১২১ নং কেংড়াছড়ি মৌজার হেডম্যান সমতোষ তঞ্চঙ্গ্যা,১২২ নং কুতুব দিয়া মৌজার হেডম্যান সাধন তঞ্চঙ্গ্যা,১২৭ নং কেরনছড়ি মৌজার হেডম্যান সুনীক জ্যোতি তালুকদার।
অনুষ্ঠান উদ্বোধন করেন, কেংড়াছড়ি মৌজার কার্বারী ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমরজীব চাকমা।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন থুইপ্রু মার্মা ( আকাশ)এবং সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন প্রিয়জয় তঞ্চঙ্গ্যা (কার্বারী)।স্বাগত বক্তব্য রাখেন কল্প কার্বারী। এছাড়াও বক্তব্য রাখেন রুপ কুমার চাকমা (কার্বারী) , মল্লিকা চাকমা ( কার্বারী) , ভরত চন্দ্র তঞ্চঙ্গ্যা( কার্বারী) এবং জয় সিন্ধু চাকমা (কার্বারী) প্রমূখ।
সম্মেলনে অমর জীব কার্বারীকে আহ্বায়ক, কল্প রঞ্জন চাকমাকে (কার্বারী) সদস্য সচিব এবং তনা তঞ্চঙ্গ্যা’কে ( কার্বারী) সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সেই কমিটি আগামী ৩ মাসের ( ৩১ মার্চ) মধ্যে ১১ সদস্য অথবা ১৫ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানা গেছে। । এর আগে সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।
You cannot copy content of this page
Leave a Reply