আজ ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

গুইমারা উপজেলাধীন গুইমারা সদর ইউনিয়ন বিএনপির কমিটি গঠন

নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলাধীন গুইমারা সদর ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়েছে। এতে আবুল জাহাঙ্গীর আলমকে সভাপতি, মোঃ দ্বীন ইসলামকে সাধারণ সম্পাদক ও মোঃ হাবীব উল্লাহ’কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি নাম ঘোষণা করা হয়।

শুক্রবার (২৭ ডিসেম্বর ২০২৪) বেলা ৩ ঘটিকায় গুইমারা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি নবী হোসেন, সাধারণ সম্পাদক আরমান হোসাইন, যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিমসহ বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উক্ত বর্ধিত সভায় হাফছড়ি ইউনিয়ন বিএনপি পূর্নগঠন ও সংষ্কারের লক্ষ্যে আলোচনা করা হয়। পরে পূর্বের কমিটির নিষ্ক্রিয়, দলত্যাগকারী, বয়োবৃদ্ধ, অসুস্থ ও মৃত্য সদস্যদের বাদ দিয়ে ব্যাপক পর্যালোচনা ও সমর্থনসহ ঐক্যমতের ভিত্তিতে জাহাঙ্গীর আলম’কে সভাপতি, মোঃ দ্বীন ইসলাম’কে সাধারণ সম্পাদক, মোঃ হাবীব উল্লাহ’কে সাংগঠনিক সম্পাদক ও মোঃ আব্দুল মালেক’কে সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করে গুইমারা সদর ইউনিয়ন বিএনপির ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

পরে নির্বাচিত প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নেন গুইমারা উপজেলা বিএনপি ও গুইমারা সদর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।

Share

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

You cannot copy content of this page