আজ ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

খাগড়াছড়িতে দুই আ’লীগ নেতা, ১২ টি পরিবারের ভূমি দখলের , প্রতিবাদে সংবাদ সম্মেলন

নুরুল আলম:: খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ও তার ছোট ভাই খাগড়াছড়ি পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বুলবুল আহম্মদ কর্তিক বেদখলি ভূমি উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ১২টি পাহাড়ি ও বাঙালি পরিবার। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে খাগড়াছড়ি ইউনিয়নের গামারীঢালা মৌজার ক্ষতিগ্রস্ত পরিবারবর্গ ব্যানারে আয়োজিত সাংবাদিক সম্মেলনে পরিবারগুলো এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, আওয়ামী লীগ নেতা মো. জাহাঙ্গীর আলম ও তার ছোট ভাই বুলবুল আহম্মদ’র বিরুদ্ধে ক্ষমতার দাপট দেখিয়ে গামারীঢালা মৌজার ১২টি পরিবারের প্রায় ৬ একর জায়গা জোরপূর্বক তিন দশকের অধিক সময় বেদখল করে রেখেছে। দখলীয় জায়গায় বাসভবন, দোকান, অস্থায়ী শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, পুকুর, বাগান, জমি চাষ করে ভোগদখল করে যাচ্ছেন। ভুক্তভুগি পরিবারকে বিভিন্ন ভাবে হুমকি-ধুমকি দিয়ে হয়রানির কারণে অনেক পরিবার এলাকা ছাড়তে বাধ্য হয়েছে।
সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে বক্তব্য রাখেন বিমলেন্দু বিকাশ চাকমা। এসময় ভুক্তভোগী মো. ইয়াছিন, মো. আনোয়ার হোসেন, মো. হাশেম ভূইয়া, হেডম্যান ধ্রুব রঞ্জন দেওয়ানসহ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর ও তার ছোট ভাই বুলবুল আহমেদকে অনতিবিলম্বে গ্রেফতার করে , গামারীঢালা থেকে দুই আওয়ামী নেতাদেরকে স্বপরিবারে অনতিবিলম্বে উচ্ছেদ করে প্রকৃত জায়গার মালিকদের ভূমি ফেরত ও দীর্ঘ আঠারো বছর জবর দখল ও হয়রানির জন্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।

Share

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

You cannot copy content of this page