আজ ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

পিসিপি মাটিরাঙ্গা থানা শাখার ৬ষ্ঠ ও কলেজ শাখার ৫ম কাউন্সিল সম্পন্ন

আল-মামুন,খাগড়াছড়ি :: পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি)র মাটিরাঙ্গা থানা শাখার ৬ষ্ঠ ও কলেজ শাখার ৫ম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর ২০২৪) এ কাউন্সিলের আয়োজন করা হয়।
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিরোধীদের প্রতিহত করে চুক্তি বাস্তবায়নে ছাত্র সমাজ ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলুন”, এই স্লোগানে মাটিরাঙ্গা উপজেলা সদরে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কার্যালয়ে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন,পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মাটিরাঙ্গা থানা কমিটি সভাপতি অমর সিং চাকমা।
সম্মেলন ও কাউন্সিলে পিসিপি বিদায়ী মাটিরাঙ্গা থানা শাখার সদস্য বিক্রম ত্রিপুরার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন,পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির কেন্দ্রীয় কমিটি সভাপতি জ্ঞান প্রিয় চাকমা,পিসিপি কেন্দ্রীয় সহ-সভাপতি সুনেন্টু চাকমা।
এতে বক্তারা, পার্বত্য চট্টগ্রামে বিরাজমান পরিস্থিতিতে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ আন্দোলনে গড়ে তোলার আহ্বান জানানো হয়। পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিরোধীদের প্রতিহত করে চুক্তি বাস্তবায়নে ছাত্র সমাজকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে বলে উল্লেখ করেন।
পরে সুবীর ত্রিপুরাকে সভাপতি ও কবিশ্বর ত্রিপুরাকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট মাটিরাঙ্গা থানা শাখা এবং পূর্ণময় ত্রিপুরাকে সভাপতি ও মিলন চাকমাকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ শাখা কাউন্সিল সম্পন্ন হয়।
পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, মাটিরাঙ্গা থানা শাখা তথ্য ও প্রচার সম্পাদক রিপুল ত্রিপুরা এক প্রেরিত বার্তায় এ তথ্য জানান।

Share

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

You cannot copy content of this page