আজ ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

নিখোঁজের ৪২ ঘণ্টা পর কাপ্তাইয়ে ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ

নুরুল আলম:: নিখোঁজের ৪২ ঘণ্টা পর রাঙামাটির কাপ্তাইয়ের সীতাঘাট মন্দির সংলগ্ন কর্ণফুলি নদীতে ভেসে উঠলো নিখোঁজ দুই পর্যটকের মরদেহ। তাঁরা হলেন চট্টগ্রাম মহানগর এলাকার সদরঘাট নালাপাড়ার জিদান দত্তের ছেলে শাওন দত্ত(১৬) এবং প্রিয়ন্ত দাশ। শাওন রেলওয়ে পাবলিক স্কুলের নবম শ্রেণির ছাত্র, আর প্রিয়ন্ত দাশ শাওনের খালাতো ভাই।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে নিখোঁজ দুই পর্যটকের মরদেহ ভেসে ওঠে বলে জানান ৯নং শিলছড়ি ওয়ার্ডের ইউপি সদস্য মো. সরোয়ার এবং ওই এলাকার স্থানীয় কৃষক এনামুল হক বাচ্চু।

ইউপি সদস্য মো. সরোয়ার জানান, আজকে সকালে নিখোঁজ পর্যটকের পরিবারের সদস্যরা কর্ণফুলি নদীতে মরদেহ ভেসে উঠেছে বলে সংবাদ দিলে, আমি সাথে সাথে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করি। পরে সকাল ৮টা ৫ মিনিটে কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ ২টি কর্ণফুলি নদী হতে উদ্ধার করে।

স্থানীয় কৃষক এনামুল হক বাচ্চু জানান, ২৪ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিটে গোসল করতে গিয়ে যেখানে দুই পর্যটক নিখোঁজ হন, ঠিক সেই জায়গা থেকে একটু দূরে মরদেহ ২টি ভেসে উঠে।

কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট থেকে খবর জানার সাথে সাথে আমাদের ফায়ার সার্ভিসের লিডার কাজী নজরুল ইসলামের নেতৃত্বে ৮ সদস্যের একটি দল কর্ণফুলি নদী থেকে নিখোঁজ দুই পর্যটকের মরদেহ উদ্ধার করেন।

চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল জানান, ঘটনাস্থলে পুলিশ গেছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৩নং চিৎমরম ইউনিয়ন এর শ্রী শ্রী মাতা সীতা দেবী মন্দির সংলগ্ন কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে দুই পর্যটক নিখোঁজ হন। ২৪ ডিসেম্বর মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার চিৎমরম ইউনিয়নের সীতার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

 

Share

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

You cannot copy content of this page