আল-মামুন, খাগড়াছড়ি:: খাগড়াছড়ি বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ আলিম মাদ্রাসার অভিভাবক সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া বলেছেন, প্রশাসনের উপর ভর করে স্বৈরাচারী সরকার ক্ষমতায় টিকে ছিলো।
শনিবার (২৩ নভেম্বর ২০২৪) দুপুরে মাদ্রাসা মাঠে আয়োজিত অভিভাবক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, স্বৈরাচারী সরকার প্রশাসনকে নানান সুযোগ-সুবিধা দিয়ে ক্ষমতা আখড়ে ধরে ছিলো।
এতে তিনি আওয়ামী লীগ সরকারের নানান উন্নয়নের নামে অনিয়ম ও খাগড়াছড়ি বিভিন্ন নিয়োগে অর্থ কেলেঙ্কারি নিয়েও প্রশ্ন তুলেন। একই সময় বিএনপি নির্বাচিত হলে দরিদ্র ও জনমানুষের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে নিজেদের ভোট যোগ্য প্রার্থীদের দেয়ার আহ্বান জানান।
এতে তিনি প্রতিষ্ঠানটির শিক্ষার প্রসারে সহায়তাও আশ্বাস দেন। সম্মেলনে খাগড়াছড়ি বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ আলিম মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মো: লিয়াকত আলী চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এমএন আবছার।
এছাড়াও প্রতিষ্ঠানের সাধারন সম্পাদক মো: সেলিম,অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মো: আবু ওসমান,শিক্ষক হাফেজ নুরুল ইসলাম,আমিনুল ইসলাম,আঞ্জুমানে নওজোয়ান বাংলাদেশ এর সভাপতি আমির হোসেন আমুসহ অনেকেই এতে বক্তব্য রাখেন।
সম্মেলন শেষে প্রধান অতিথি ১৩জন হাফেজকে সম্মাননা ক্রেস্ট,বির্তক প্রতিযোগিতায় বিজয় অর্জন কারীদের পুরস্কার তুলে দেন। পরে দোয়া মোনাজাত এর মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি হয়।
You cannot copy content of this page
Leave a Reply