আজ ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

খাগড়াছড়ি প্রেসক্লাবের নবগঠিত কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি ওয়াদুদ ভূইয়া

নুরুল আলম:: ঐতিহ্যবাহী খাগড়াছড়ি প্রেসক্লাব’র অন্তর্র্বতীকালীন কমিটির সাধারণ সভা ও পার্বত্যাঞ্চলের গুণী সাংবাদিক সংবর্ধনা ও খাগড়াছড়ি প্রেসক্লাব আগামী দুই বছর পর্যন্ত ২৫ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটি’র গঠিত হয়েছে ।

শুক্রবার (২২ নভেম্বর) সকালে খাগড়াছড়ি সদরস্থ অফিসার্স ক্লাবের অডিটোরিয়ামে এ উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে খাগড়াছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি মো. জহুরুল আলম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি ওয়াদুদ ভূইয়া এবং অনুষ্ঠান উদ্বোধন করেন গুণী সাংবাদিক ও দৈনিক গিরিদর্পন পত্রিকার সম্পাদক এ. কে. এম মকসুদ আহমেদ।

এছাড়াও সহ-সভাপতি পদে মো. জহুরুল আলম,সহ-সভাপতি মো. জসিম উদ্দিন মজুমদার, যুগ্ম-সাধারণ সম্পাদক সমীর মল্লিক,অর্থ সম্পাদক, দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক ইসতিয়াক আহমেদ নিপু,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হৃদয় নূর,আবাসন বিষয়ক সম্পাদক চাইথোয়াই মারমা,ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. জাফর সবুজ, পাঠাগার ও সাহিত্য বিষয়ক সম্পাদক আব্দুর রউফ, কার্যনির্বাহী সদস্য শাহরিয়ার ইউনুস,জয়ন্তী দেওয়ান, জুলহাস উদ্দিন, রফিকুল ইসলাম এবং ৮উপজেলার প্রেসক্লাবের সভাপতিকে কার্যকরী সদস্য অন্তর্ভুক্ত করে ২৫সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি’র নাম ঘোষণা করা হয়। সেই সাথে ১৬সদস্য বিশিষ্ট সহযোগী সদস্যসহ মোট ৪১সদস্য বিশিষ্ট সদস্যদের নাম ঘোষণা করা এবং ৮ সদস্য অপেক্ষমাণ নবগঠিত কমিটি’র নাম ঘোষণা করা হয়। নবগঠিক কমিটি’র কার্যকাল দুই বছর পর্যন্ত বলবৎ থাকবে।

এদিন নবগঠিত কমটির সকলকে অভিনন্দন জানান জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া, খাগড়াছড়ির বিভিন্ন সরকারি,বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ জেলার সর্বস্তরে জনসাধারণ।

Share

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

You cannot copy content of this page