আজ ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সাংবাদিকদের সাথে গুইমারা উপজেলা জামায়াতের মতবিনিময় সভা

নুরুল আলম: বাংলাদেশ জামায়াতে ইসলামী গুইমারা উপজেলা শাখার উদ্যেগে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ নভেম্বর ২০২৪) সকাল ১০ ঘটিকায় উপজেলা জামায়াতের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গুইমারা উপজেলা জামায়াতের মিডিয়া সম্পাদক আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে আযোজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের আমীর মো: রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতি ধর্মের ভেদাভেদ ভুলে সবাইকে সাথে নিয়ে একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করাই জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য।

ফ্যাসিবাদী সরকারের হাতে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাধারণ নাগরিক ও সাংবাদিকসহ কেউ নিরাপদ ছিলোনা উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, ফ্যসিবাদ বিরোধী আন্দোলনে ছাত্র জনতার পাশাপাশি তিন জন সাংবাদিক শাহাদাত বরণ করেছে। প্রত্যেক শহীদ পরিবারকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

পুলিশের গুলিতে নিহত সাংবাদিক মেহেদী হাসান ও জাহাঙ্গীরের শিশু সন্তানদের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংবাদিক সমাজসহ নির্যাতিত মানুষের পাশে জামায়াতে ইসলামী ছিলো আছে থাকবে ইনশাআল্লাহ। বক্তারা আরো বলেন, বিগত ১৬ বছর সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়। সাংবাদিক সমাজকে মুক্তভাবে সংবাদ পরিবেশন করতে দেয়নি। সাংবাদিকদের জাতীর বিবেক উল্লেখ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিক সমাজের সহায়তা চান জামায়াত নেতারা।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে গুইমারা উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মোস্তাফিজুর রহমান, গুইমারা উপজেলা সেক্রেটারি সাজিদুর রহমান, সমাজসেবা সম্পাদক ডাক্তার ওমর ফারুক, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মঈন উদ্দিনসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Share

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

You cannot copy content of this page