আজ ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

গুইমারা উপজেলা বিএনপির সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

নুরুল আলম:: উচ্ছ্বাসিত মিছিল আর তালে তালে স্লোগানের মধ্য দিয়ে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা বিএনপির সম্প্রীতি সমাবেশ পাহাড়ি-বাঙালির অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে। উক্ত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়া।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর ২০২৪) বিকালে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া বলেন, জনগণের বিশ্বাস-ভালোবাসা অর্জনে করতে হবে। যাতে আর কোনো হিংসা, বিদ্বেষ কিংবা হানাহানি না হয়। এই পার্বত্যাঞ্চলে পাহাড়ি-বাঙালি সবার সমান অধিকার এবং সকলে মিলেমিশে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকলে উন্নয়ন করা সম্ভব হবে। সম্ভব হবে পাহাড়ে বসবাসরত মানুষের ভাগ্যের পরিবর্তন করা।

হাজার হাজার নেতাকর্মীদের উচ্ছ্বাসিত মিছিল আর স্লোগানে মূখরিত হয় গুইমারা উপজেলার প্রতিটি কোনা কোনা। উক্ত সমাবেশে পুরুষ নেতাকর্মীদের সাথে তালে-তাল মিলিয়ে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এসময় গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মো: সোহাগ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক এড. মালেক মিন্টু, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা। এছাড়াও গুইমারা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আরমান হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফসহ জেলা উপজেলা থেকে আগত যুবদল, ছাত্রদল ও কৃষকদলসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

Share

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

You cannot copy content of this page