নুরুল আলম:: ২০৩ পদাতিক ব্রিগেড এর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো: আমান হাসান বলেছেন,বস্তুনিষ্ঠ সাংবাদিকতা পাহাড়ের শান্তির পথকে আরো সুগম করবে। পার্বত্য জেলার সকলে একে অপরের ভাই। তাই শান্তি-সম্প্রীতির বজায় রেখে পাহাড়ের মানুষের শান্তি প্রতিষ্ঠায় সকল কাজ করার আহ্বান জানান তিনি।
সোমবার (১১ নভেম্বর ২০২৪) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,পাহাড়ে কোন ধরনের সন্ত্রাসী কার্যকলাপকারীদের ছাড় দেয়া হবেনা বলেও তিনি জানান বক্তব্যে।
অন্তর্বতীকালীন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য এর সভাপতিত্বে এতে সাধারন সম্পাদক জসিম উদ্দিন মজুমদারসহ খাগড়াছড়ি জেলা-উপজেলার কর্মরত পেশাজীবি সাংবাদিক এতে অংশ নেন। মুক্তমত প্রকাশে সাংবাদিকরা প্রশাসনের সতায়তা কামনা করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার এক হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
You cannot copy content of this page
Leave a Reply