আজ ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বান্দরবান জেলা পরিষদ পুনর্গঠন: চেয়ারম্যান থানজামা লুসাই

নুরুল আলম:: বান্দরবান পার্বত্য জেলা পরিষদ গঠন করা হয়েছে। পার্বত্য জেলা পরিষদ আইন ১৯৮৯ ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন ১৯৯৭ এর ১৬-ক (৪) উপধারা এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন ২০১৪ এর ৪(২) উপধারায় থানজামা লুসাইকে জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছে অন্তর্র্বতীকালীন সরকার।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম এক স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, অন্তর্র্বতকালীন সরকার অধীনে জেলা পরিষদের ১৫ জন সদস্য গঠন করা হয়। তারা হলেন- বান্দরবান সদর রেইছা থেকে রাজুময় তচঙ্গ্যা, চম্পাতলী থেকে ম্যা ম্যা নু মারমা, থানচি উপজেলা থেকে এডভোকেট উবাথোয়াই মারমা, রাজবিলা থেকে উমং চিং মারমা, থানচি হেডম্যান পাড়া থেকে খামলাই ম্রো, বান্দরবান পৌর এলাকা থেকে মংএ চিং চাক, থানচি মরিমন পাড়া থেকে সানাই প্রু ত্রিপুরা, রুমা উপজেলা থেকে লালজার লম বম, রোয়াংছড়ি থেকে নাফ্রাং খুমী, আলীকদম থেকে সাইফুল ইসলাম, বান্দরবান সদর থেকে মোহাম্মদ নাছির উদ্দিন, বান্দরবান পৌর এলাকা থেকে মোহাম্মদ আবুল কালাম, বান্দরবান পৌর শহর মধ্যম পাড়া থেকে এডভোকেট মাধবী মারমা ও বান্দরবান বাজার থেকে খুরশিদা ইসহাক।

পুনরাদেশ না দেয়া পর্যন্ত উর্পযুক্তভাবে পুনর্গঠিত অর্ন্তবতীকালীন পরিষদ বান্দরবান পার্বত্য জেলা পরিষদ আইন ১৯৮৯ এবং এই আইনের সকল সংশোধনীর বিধান অনযায়ী বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সকল দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

Share

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

You cannot copy content of this page