নুরুল আলম : খাগড়াছড়িতে আইন-শৃংখলা রক্ষায় নিয়োজিত ২৪ আর্টিলারি ব্রিগেড় গুইমারা রিজিয়নের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বার ২০২৪) দিবসটি উপলক্ষ্যে পুরো রিজিয়ন সদর দপ্তর ছিলো সাজ সাজ রব। দুপুরে আমন্ত্রিত অতিথিরা একে একে উপস্থিত হয়ে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলামের হাতে ফুলের তোড়া ও উপহার দিয়ে শুভেচ্ছা জানান। পরে আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন রিজিয়ন কমান্ডার।
এসময় অতিথিদের মধ্যে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরিফ মো: আমান হাসান, এসপিপি. এনডিসি. পিএসসি, বিজিবির গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান, খাগড়াছড়ির সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়া, জেলা প্রশাসক মো: শহিদুজ্জামান, পুলিশ সুপার আরিফিন জুয়েল উপস্থিত ছিলেন। এছাড়াও সিন্দুকছড়ি জোন কমান্ডার, মাটিরাঙ্গা জোন কমান্ডার, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারসহ সেনাবাহিনী ও বিজিবির পদস্থ কর্মকর্তাদের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক এবং সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page
Leave a Reply