নুরুল আলম: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় গুইমারা মডেল গভ. হাই স্কুলের শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রি ও বৃক্ষরোপন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক।
সোমবার (৪ নভেম্বর ২০২৪) খাগড়াছড়ির গুইমারা কেন্দ্রীয় ছাত্রদলের উপস্থিতিতে প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি, শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস বিনির্মাণ, তারেক রহমানের রাষ্ট্রভাবনা সহ শিক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গুইমারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মতবিনিময়, শিক্ষাঙ্গনে বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের মাঝে ক্রিড়া সামগ্রী ও দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি শাহেদুল হোসেন সুমন জেলা ছাত্রদলের সহ-সভাপতি মিজানুর রহমান, জেলা ছাত্রদলের সহ সভাপতি ননা প্রিয় চাকমা,জেলা ছাত্রদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সোহেল দেওয়ান, জেলা ছাত্রদলের নাতা আরিফ জাহিদ সহ গুইমারা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ পারভেজ হোসেন, সদস্য সচিব আল-মামুন মাটিরাঙ্গা পৌর ছাত্রদলের সদস্য সচিব মোঃ রানা।
You cannot copy content of this page
Leave a Reply