আজ ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

খাগড়াছড়িতে ৫’শ ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার

নুরুল আলম:: খাগড়াছড়ির রামগড়ে ৫০০ পিচ ইয়াবা ও মোটর সাইকেল সহ মো. শাহাবুদ্দিন (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে রামগড় থানা পুলিশ।

রবিবার (৩ নভেম্বর ২০২৪) রাতে রামগড় পৌরসভার ডেবারপাড় পার্কের রাস্তার উপর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেফতার মো. শাহাবুদ্দিন, পৌরসভার ০৫ নং ওয়ার্ড চৌধুরীপাড়া গ্রামের মো. শাহজাহান মিয়া ও রোকেয়া বেগমের ছেলে।

রামগড় থানার ওসি মো. মঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে আদালতের প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানার এসআই(নিঃ) মহসিন মোস্তফার নেতৃত্বে পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এ সময় তার কাছ থেকে ৫’শ পিচ ইয়াবা ও মাদক ক্রয় বিক্রয়ের ব্যবহৃত ফ্রিডম এলএমএল মোটর সাইকেল উদ্ধার করা হয়।

Share

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

You cannot copy content of this page