নিজস্ব প্রতিবেদক:: স্বাধীন সাংবাদিকতার কন্ঠ রোধ করতে সাংবাদিকদের আটক করা হচ্ছে অভিযোগ তুলে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে “খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন” এর সভাপতি প্রদীপ চৌধুরীর বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারসহ মুক্তির দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে কেইউজে ও পেশাজীবি সাংবাদিকরা।
মঙ্গলবার (২৯ অক্টোবর ২০২৪) সকালে খাগড়াছড়ি জেলা সদরের বিএনপি অফিসের সম্মুখে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ডিবিসি নিউজ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি সৈকত দেওয়ান, একুশের টিভির জেলা প্রতিনিধি চিংমেপ্রু মারমা।
এ সময় বক্তারা, গত ৫ আগস্ট রাজনৈতিক পদ পরিবর্তনের পর উদ্দেশ্যেমূলক ভাবে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, সময় টিভির জীতেন বড়ুয়া, এটিএন নিউজ, এটিএন বাংলা ও কালের কন্ঠের জেলা প্রতিনিধি আবু দাউদসহ জেলা সদরের বেশ কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে উল্লেখ করেন।
সেই মামলায় গত শুক্রবার শহরের মিলনপুর এলাকা থেকে বাড়ি ফেরার পথে খাগড়াছড়ি সদর থানার নিচ থেকে সাংবাদিক প্রদীপ চৌধুরীকে আটক করে পুলিশ।
এ ঘটনায় সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিলম্বে খাগড়াছড়িতে মুক্ত সাংবাদিকতা স্বার্থে প্রদীপ চৌধুরীর মুক্তিসহ সকল সাংবাদিকদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছে। অন্যথায় সংবাদ মাধ্যমের উপরে অন্যায় নির্যাতন, হস্তক্ষেপসহ মানবাধিকার লঙ্ঘনের বিচারের মুখোমুখি হতে হবে বলে হুশিয়ারি জানান বক্তারা।
You cannot copy content of this page
Leave a Reply