আজ ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গুইমারা বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে বিশেষ টাস্কফোর্স কমিটি

নুরুল আলম:: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ সাপ্লাই চেইন তদারকি ও পর্যালোচনার জন্য গুইমারা উপজেলায় গঠিত বিশেষ টাস্কফোর্স কমিটি গুইমারা বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে।

মঙ্গলবার(২৯অক্টোবর) সকাল ১০টায় মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার এর নেতৃত্বে বিশেষ টাস্কফোর্স কমিটি, গরু, ছাগল, মুরগি, ডিম, মাছ, শুটকি, পিয়াজ ও সবজির বাজারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন।এ সময় পণ্যের ক্রয়-বিক্রয়ের রশিদ চেক করা হয় এবং মূল্য তালিকা দৃশ্যমান জায়গায় প্রদর্শন করার নির্দেশনা দেয়া হয়। একইসঙ্গে অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করার জন্য সতর্ক করা হয় ব্যবসায়ীদের।এ ছাড়া গরু,ছাগলের হাসিল আদায়কারী ইজারাদারদের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত হাসিলের তালিকা দৃশ্যমান জায়গায় প্রদর্শন না করায় সতর্ক করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার জানান, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ সাপ্লাই চেইন তদারকি ও পর্যালোচনার জন্য বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। উৎপাদন ও ভোক্তা পর্যায়ে যে দাম আছে সেগুলো যাচাই করে দেখছি ও তাদেরকে সতর্ক করছি। পরবর্তীতে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। বাজার নিয়ন্ত্রণ করার জন্য তাদেরকে ম্যাসেজ দিচ্ছি, ভোক্তা ও খুচরা বিক্রেতা পর্যায়ে যাতে দাম বেশি বেড়ে না যায় এবং সে দামটা যেন সহনীয় পর্যায়ে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সেটা নিশ্চিত করার জন্য অভিযান পরিচালনা করছি।আজকে মূলত তাদেরকে সতর্ক করছি।

এসময় গুইমারা থানার অফিসার ইনচার্জ এনামুল, গুইমারা খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা মৎস কর্মকর্তা,উপ-সহকারী কৃষি অফিসার মো. মজিবুর রহমান, গুইমারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মদ, শিক্ষার্থী প্রতিনিধি মো.রাসেল শেখ, আরমান হোসেনসহ বিশেষ টাস্কফোর্স কমিটি সদস্যরা উপস্থিত ছিলেন।

Share

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

You cannot copy content of this page