নুরুল আলম: “ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ শ্লোগানে খাগড়াছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলেক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে নিরাপদ সড়ক চাই (নিসচা) খাগড়াছড়ি জেলা কমিটির উদ্যোগে একটি র্যালি শহরের শাপলা চত্তর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে এক আলোচনা সভার মধ্য দিয়ে সমাপ্ত হয়।
নিরাপদ সড়ক চাই (নিসচা) খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি সাংবাদিক প্রদীপ চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানীর জেনারেল ম্যানেজার ও তরুণ সমাজ সেবক মো. ইসমাইল হোসেন সবুজ।
এছাড়া উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন, সহসভাপতি প্রমোদ বিকাশ ত্রিপুরা, সদর থানার উপ- পরিদর্শক মো. আমির হোসেন, সাইফুউদ্দিন আবু আনসারী মিঠু প্রমুখ।
বক্তারা, সড়কে দুর্ঘটনা এড়াতে ও সকলে যাতে নিরাপদে যাতায়ত করতে পারেন এবং আর কোন জনকে যেন সড়কে জীবন হারাতে না হয়, সেই জন্য সকলের সহযোগীতা কামনা করেন।
You cannot copy content of this page
Leave a Reply