নুরুল আলম:: বর্ণিল আয়োজনে খাগড়াছড়ির বিভিন্ন বিহারে প্রবারণা পূর্ণিমা পালিত হচ্ছে। আষাঢ়ী পূর্ণিমা তিথি থেকে আশ্বিনী পূর্ণিমা তিথি পর্যন্ত তিন মাস বর্ষাবাস শেষে প্রবারণা উৎসব পালন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।
এ সময় দেশ জাতি ও বিশ্ব শান্তি কামনায় সকাল থেকে প্রতিটি বৌদ্ধ বিহারে বুদ্ধ পতকা উদ্বোধন, প্রদীপ প্রজ্জলন, ফুলপূজা, বুদ্ধ পূজা, পঞ্চশীলপ্রার্থনা, বুদ্ধমূর্তিদান, সংঘদান, অষ্টপরিস্কার দান ও বৌদ্ধ ভিক্ষুদের পিন্ডদানসহ নানা বিধদান করে ভক্তরা। আয়োজন করা হয়েছে ধর্মীয় আলোচনা সভা।
এছাড়াও বৌদ্ধ ভিক্ষু উপস্থিত বৌদ্ধ ধর্মাবলম্বী উপাসক-উপাসিকাদের উদ্দেশ্যে পঞ্চশীল প্রদান ও ধর্মীয় দেশনা প্রদান করবেন। সন্ধ্যায় প্রতিটি বৌদ্ধ বিহারে হাজার প্রদীপ প্রজ্জলন ও ফানুস (আকাশ বাতি) উড়ানো হবে।
প্রবারণা পূর্ণিমা পালিত ভিক্ষুসংঘের ত্রৈমাসিক বর্ষাব্রত শেষে আসে প্রবারণা তিথি। এরপর থেকে শুরু হয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের মাসব্যাপী কঠিন চীবর দানোৎসব।
প্রবারণা পূর্ণিমাকে কেন্দ্র করে গণমাধ্যম কর্মীদের অভিযোগ, সকালে বিভিন্ন বিহারে সাংবাদিকদের ছবি তুলতে বাঁধা দেওয়া হয়। কোথাও কোথাও ছবি ডিলেট করতে বাধ্য করে কিছু যুবক।
You cannot copy content of this page
Leave a Reply