আজ ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে

পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে দাবিতে সমাবেশে- অমর জ্যোতি চাকমা

নুরুল আলম:: খাগড়াছড়িতে পার্বত্য চুক্তি (শান্তি চুক্তি)’র পূর্ণাঙ্গ বাস্তবায়নে দাবিতে সমাবেশ করেছে ইউপিডিএফ (গণতান্ত্রিক)।

মঙ্গলবার (১৫ অক্টোবর ২০২৪) সকালে ইউপিডিএফ (গণতান্ত্রিক) সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদ পিসিপি কেন্দ্রীয় কমিটির আয়োজনে জেলা সদরের মহাজন পাড়া সুর্যশিখা ক্লাব হতে চেংগী স্কয়ার ঘুরে সংগঠনের নেতাকর্মীরা সমাবেশের মিলিত হয়।

আয়োজিত বিশাল এ সমাবেশে বক্তব্য রাখেন ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা।

বক্তব্যে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা বলেন, প্রসিত খীসার নেতৃত্বে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে। যখনি পাহাড়ে জুম্ম জাতির অধিকার আদায়ের জন্য সবাই ঐক্যবদ্ধ হচ্ছে তখনি প্রসিত খীসারা হত্যা আর প্রতিহিংসার রাজনীতি,ষড়যন্ত্রের বিষবাষ্প ছড়াচ্ছে।

এতে তিনি, চুক্তি বাস্তবায়নের পথে বাঁধার সৃষ্টির ইঙ্গিত করেন কেন্দ্রীয় এনেতা বলেন,সকল ষড়যন্ত্র প্রতিহত করার পাশাপাশি ষড়যন্ত্রকারীদের কঠিন হুশিয়ারী জানিয়ে দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে জানান।

এতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর কেন্দ্রীয় কমিটির ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক অমল কান্তি চাকমা, কেন্দ্রীয় কমিটির সদস্য সত্য রঞ্জন চাকমা,পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)’র সহ-সভাপতি লবিয়ত চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক কলিন চাকমা, তথ্য ও প্রচার সম্পাদক উদান চাকমাসহ নেতাকর্মীরা এতে অংশ নেন।

Share

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

You cannot copy content of this page