আজ ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

দীঘিনালায় দুর্বৃত্তের গুলিতে বাচুর্চি নিহত

নুরুল আলম:: পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালায় দুবৃর্ত্তরা গুলিতে স্বর্ন কুমার ত্রিপুরা নামে এক নিহত হয়েছে। সোমবার দিবাগত রাতে উপজেলার পোমাং পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত স্বর্ন কুমার ত্রিপুরা পেশায় একজন বাবুর্চি। ঐ এলাকার মৃত বদন ত্রিপুরার সন্তান। তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে। তাকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে।

হত্যাকাণ্ডের বিষয়ে এ নিয়ে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জাকারিয়া জানান, গভীর রাতে একটা গুলির শব্দ পান স্থানীয়রা। এরপর ভয়ে কেউ ঘর থেকে বের হয়নি।

খবর পেয়ে সকালে গিয়ে পুলিশ নিহত স্বর্ন কুমার ত্রিপুরার মৃতদেহ উদ্ধার করে। তাঁর পিঠে গুলির চিহ্ন রয়েছে। তিনি কোনো আঞ্চলিক সংগঠনের সঙ্গে জড়িত না বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আমরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। সুরতহাল রির্পোট শেষ করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠাবো। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলার প্রস্তুতি চলমান আছে ।

তবে এ ঘটনার সাথে কারা জড়িত তা নিশ্চিত করতে পারেনি কেউ।

Share

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

You cannot copy content of this page