নুরুল আলম:: খাগড়াছড়রি গুইমারার হাফছড়রি আকবররে দোকানরে পশ্চমিে সাত শতাধকি ফলন্ত আমগাছ কটেে নয়িছেে র্দুবৃত্তরা। বৃহস্পতবিার রাত্রে উক্ত বাগানরে গাছ কাটা হয়। এবং জসমিরে দোকানরে পশ্চমিে আরও দুইশতাধকি আমগাছ সহ র্সবমোট নয়শতাধকি গাছ কটেে ফলেে তারা।
আম বাগান মালকি হানফি বলনে, বৃহস্পতবিার রাত আমার বাগানরে গাছ গুলো কে বা কাহারা কটেে ফলে।ে সকালে আমি বাগানে গয়িে দখেি আমার বাগানরে সর্ম্পূণ গাছই কাটা। আমি র্সবসান্ত হয়ে গলোম।
একই ভাবে নওসর আলীর একশ, হাফছড়ি জামে মসজদিরে দুইশতাধকি, কাজি আবদুস সালাম মাষ্টাররে দুইশতাধকি আমগাছ ও কটেে ফলো হয়।
ঘটনাস্থল পরর্দিশন করনে গুইমারা উপজলোর নর্বিাহি র্কমর্কতা (ভারপ্রাপ্ত) আল আমনি হালদার, গুইমারা উপজলো বএিনপরি সভাপতি মো: সাইফুল ইসলাম সোহাগ, গুইমারা প্রসেক্লাবরে সভাপতি নুরুল আলম, গুইমারা থানার র্কমর্কতা, গুইমারা রজিয়িন, সন্দিুকছড়ি জোনরে প্রতিনিধি এবং উপজলো বিএনপি, এবং এলাকাবাস।ি
উক্ত ঘটনায় ক্ষোভ প্রকাশ করছেনে এলাকাবাস।ি এবং তারা বলনে গুইমারার শান্ত পরবিশেকে অশান্ত করার জন্য একটি মহল উঠপেড়ে লগেছে।ে এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপক্ষেে সঠকি বচিার এবং ক্ষতপিূরন দাবি করছেনে ভুক্তভোগীরা।
You cannot copy content of this page
Leave a Reply