আজ ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পূজামণ্ডপে আর্থিক অনুদাসহ সোবা‌হিনীর বিশেষ মানবিক সহায়তা প্রদান

নুরুল আলম:: হিন্দু ধর্মাবলম্বী‌দের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছ‌ড়ি ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন কর্তৃক পূজা মণ্ডপে আর্থিক অনুদানসহ বিশেষ মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হ‌য়ে‌ছে।

বৃহস্প্রদিবার (১০ অ‌ক্টোবর) সকালের দিকে প‌রিদর্শন শে‌ষে মাটিরাঙ্গা কেন্দ্রীয় শ্রী শ্রী রক্ষাকালী মন্দির‌ প্রাঙ্গ‌ণে, বলিটিলা শংকর মঠ ও গ্রীতাশ্রম, মাটিরাঙ্গা শ্রী শ্রী রাধাকৃষষ্ণ মন্দির এবং শ্রী শ্রী দুর্গা উৎসব প্রাঙ্গণকে এক লাখ পঁয়তা‌ল্লিশ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হ‌য়ে‌ছে।

এ‌তে ২৪ আর্টিলারি গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত থে‌কে পূজা উদযাপন ক‌মি‌টির নেতৃবৃন্দের হা‌তে অনুদান প্রদান করেন।

এর আ‌গে মাটিরাঙ্গা সরকারি ডিগ্রী কলেজ মা‌ঠে চার জন অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, বন্যাদুর্গত তিনটি পরিবারকে নির্মাণ সামগ্রী (ঢেউ টিন) বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় পড়ুয়া কোমলমতি শিশুদের মাঝে শিক্ষ‌া সামগ্রী, সেলাই মেশিন, সোলার এবং নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী (যেমন. চাল, ডাল, আটা, তেল ইত্যাদি) প্রদান করা হয়ে‌ছে।

পাশাপাশি একই সময় মাটিরাঙ্গা সরকারি ম‌ডেল উচ্চ বিদ্যালয় মা‌ঠে স্থানীয়‌দের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এ‌তে মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো. মুঈদ-উল করিম চৌধুরী ও গুইমারা সিএমএইচ এর মেডিসিন বিশেষজ্ঞ ক্যাপ্টেন সুমাইয়া রহমান, এএমসি এবং দন্ত চিকিৎসক ক্যাপ্টেন আরিফুল ইমরান, এএমসি ৫৭৫ জনস্থানীয় পাহাড়ি ও বাঙালির মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ প্রদান করেন।

মানবিক সহায়তা প্রদান কর্মসূচি শেষে গুজবে কান না দিয়ে বাঙালি ও পাহাড়িদের সকলকে শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য আহ্বান জা‌নিয়ে রিজিয়ন কমান্ডার বলেন, পার্বত্য অঞ্চলের পাহাড়ি এবং বাঙালিদের মাঝে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান ও সু-সসম্পর্ক বিদ্যমান রয়েছে যা সত্যিই প্রশংসার দাবিদার। এই সু-সম্পর্ক বজায় রাখার জন‌্য গুইমারা রিজিয়ন ও মাটিরাঙ্গা জোন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামী‌তেও এ ধর‌ণের এধর‌ণের কর্মসূ‌চি অব‌্যাহত থাক‌বে ব‌লে জানান তি‌নি।

এসময় মাটিরাঙ্গা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. কামরুল হাসান, পিএসসি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম, মাটিরাঙ্গা থানা অ‌ফিসার ইনচার্জ তৌ‌ফিকুল ইসলামসহ রাজনৈতিক, পেশাজী‌বী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপ‌স্থিত ছি‌লেন।

Share

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

You cannot copy content of this page