–ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো: আমান হাসান
নুরুল আলম:: সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ হয়েছে খাগড়াছড়িতে।
বুধবার (৯ অক্টোবর ২০২৪) সকালে সনাতন সমাজ কল্যাণ পরিষদ খাগড়াছড়ি সদর উপজেলার আয়োজনে লক্ষ্মী নারায়ন মন্দির প্রাঙ্গনে এই আয়োজন করে।
খাগড়াছড়ি সনাতন সমাজ কল্যাণ পরিষদ, সদর উপজেলা কমিটির সুজিত দাশ সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো: আমান হাসান, এসপিপি,এনডিসি, পিএসসি।
প্রধান অতিথি বলেন,সুন্দর মানসিকতায় শান্তি ফিরবে পাহাড়ে। আমরা সকলে মিলিমিশে সহবস্থান সৃষ্টি করলে এখানে নিজেদের শান্তি-সম্প্রীতি অটুট রাখা সম্ভব বলে মন্তব্য করে রিজিয়ন কমান্ডার বলেন,শারদীয় দূর্গাৎসব সবার। সকল জাতি ধর্মের মানুষ মেলবন্ধনে পাহাড়ের শান্তির স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব বলেও তিনি জানান।
বিশেষ অতিথি ছিলেন,খাগড়াছড়ি সদর (৩০ বীর) জোন অধিনায়ক লেঃ কর্ণেল আবুল হাসনাত জুয়েল,খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার (জিটু),
খাগড়াছড়ি সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নির্মল কান্তি দাশ,সনাতন সমাজ কল্যাণ পরিষদ সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও উপদেষ্টা নির্মল দেব,খাগড়াছড়ি সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটি ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি সদস্য সচিব অশোক মজুমদারসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা এতে বক্তব্য রাখেন।
খাগড়াছড়ির বিভিন্ন পুজামণ্ডপ পরিদর্শনকালে তিনি প্রধান অতিথি শুভেচ্ছা উপহার তুলে দেন। একই সময় মন্দিরের সার্বিক খোঁজ খবর নেন। লায়ন্স চক্ষু হাসপাতালের চট্টগ্রাম খাগড়াছড়ি চক্ষু হাসপাতালর সহযোগিতায় এতে অসংখ্য রোগি এতে চিকিৎসা নেওয়ার বিষয়টি ছিলো লক্ষণীয়।
You cannot copy content of this page
Leave a Reply