আজ ২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

গুইমারায় দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি

নুরুল আলম:: “আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গাড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ি ঝেলার গুইমারা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভার সভাপতিত্ব করেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।

বুধবার (০৯ অক্টোবর ২০২৪) বেলা ১১ টায় গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা থানার অফিসার ইনর্চাজ মোঃ আরিফুল আমিন, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, গুইমারা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ওসমান গণি, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রহিম মজুমদার, উপজেলা বিএনপির সভাপতি মো: সোহাগ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো: রফিকুল ইসলাম, বিএনপির সাধারণ সম্পাদক আরমান হোসেন, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলম, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর আহ্বায়ক মোঃ রাসেল শেখ, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত অতিথিরা যেকোনো দুর্যোগের সময় সকলকে সচেতন থাকার পরামর্শ প্রদান করেন। পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারদের সরকারী ভাবে বিভিন্ন আর্থিক সহযোগিতা ঢেউটিনসহ বিভিন্ন সহায়তা প্রদান সংক্রান্ত বিষয় জানানো হয়। এছাড়াও বিভিন্ন বিষয় বিস্তারিত আলোচনা করা হয়।

Share

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

You cannot copy content of this page