আজ ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শান্তি ফিরতে শুরু করেছে খাগড়াছড়িতে

“অশান্ত পাহাড়ে অজানা আতঙ্ক”

নুরুল আলম:: হঠাৎ অশান্ত পাহাড়ে ফিরতে শুরু করেছে শান্তি। এখনো অদৃশ্য অজানা আতঙ্ক কাটেনি পাহাড়ি-বাঙালীদের মধ্যে।খাগড়াছড়িতে শান্তি ফেরাতে চেষ্টা অব্যাহত রয়েছে নিরন্তন। স্থানীয়দের মধ্যে দফায় দফায় বৈঠক,ঘটনাস্থল পরির্দশন,তদন্তে কোর কমিটি গঠন করা হয়েছে।

শান্তি প্রতিষ্ঠায় ধারাবাহিক ভাবে শান্তি-সম্প্রীতি সমাবেশ,নিরাপত্তা জোরদার,সম্মিলিত চেষ্টায় শান্তি ফিরতে শুরু করেছে পার্বত্যাঞ্চলে। পার্বত্য জেলা খাগড়াছড়ি থেকে ছড়িয়ে পড়া দ্বন্ধের জেরে সহিংসতা ও মৃত্যুর ঘটনা,অগ্নিসংযোগ,ভাংচুর ও ক্ষতিগ্রস্ত হওয়ায় নানা শঙ্কা কাটছেনা।

সাধারন মানুষ ও বসবাসরতরা পার্বত্যাঞ্চলের উপজেলাগুলোতেও শঙ্কার উত্তাপ ছড়িয়েছে। ফলে বসতি স্থাপনকারীরা ছেড়েছে ঘর-বাড়ী। নিরাপত্তা শঙ্কা থেকে নিজ বসতঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নেয়া বসবাসকারীরা এবার তাদের বাড়ি ফিরতে শুরু করেছে।

এদিকে-এ ঘটনাকে ভুল বুঝাবুঝি ও গুজব প্রতিরোধ করে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে খাগড়াছড়িতে স্থানীয় পল্লী উন্নয়ন উপদেষ্টা এ.এফ. হাসান আরিফ শনিবার (২১ সেপ্টেম্বর ২০২৪) বিকেলে খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি,গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি জানান, খাগড়াছড়িতে এমন ঘটনা অত্যান্ত দুঃখ জনক। পূর্বের শান্তিপূর্ণ সেই সুন্দর পরিবেশ আবারো ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে হাসান আরিফ বলেছেন, ভুল বুঝাবুঝি হয়েছে তা যেন আগামীতে আর না হয় সে জন্য সচেষ্ট থাকা এবং পারস্পরিক মেলামেশাটা আরো বেশি হয় সেদিকে লক্ষ রাখতে হবে।

একই সময় তিনি, বর্তমান স্যোসাল মিডিয়ার উপকারিতার চেষ্টা অপকারিতাও বেশি মন্তব্য করে যে গুজব ছড়ানো হয়েছে সেই গুজব প্রতিরোধে অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিকের কাউন্টার সক্ষমতা ব্যবহার করে নতুন বাংলাদেশ গড়তে কাজ করতে সাংবাদিকদের অবদান সবচেয়ে বেশি বলে তিনি মন্তব্য করেন।

ঐ মতবিনিময় সভায় খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: শহিদুজ্জামান এর সভাপতিত্বে এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা (অবঃ) রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা,চট্টগ্রাম ২৪ ডিভিশনের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মাইনুর রহমান,পুলিশের আইজিপি মোঃ ময়নুল ইসলাম,খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো: আমান হাসান,খাগড়াছড়ির মং সার্কেল চীফ সাচিং প্রু চৌধুরী,খাগড়াছড়ির সাবেক এমপি ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া,পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল,খাগড়াছড়ি সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এতে অংশ নেন।

খাগড়াছড়িতে সংঘর্ষের রেশ ধরে পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙামাটিতে সাম্প্রদায়িক হামলা,ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় প্রতিনিধি দল মতবিনিময়ে অংশ নেন। সংগঠিত হত্যাকান্ডে রাঙামাটি ও খাগড়াছড়িতে দুটি পৃথক মামলা হয়েছে।

অন্যদিকে রাঙামাটি ও খাগড়াছড়ির অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করে শান্তি ফেরাতে নিরাপত্তা বাহিনী কাজ করে যাচ্ছে। পাশাপাশি স্থানীয় ভাবে আঞ্চলিক রাজনৈতিক সংগঠনের নেতারাও সহবস্থান সৃষ্টিতে সহায়ক ভূমিকা ছিলো লক্ষ নিও।

অন্যদিকে- পাহাড়ের সংঘাতের জের ধরে ঢাকা,চট্টগ্রামের আন্দোলন করেছে জুম্ম পাহাড়ি জনগোষ্ঠীর শিক্ষার্থীরা । “সিএইচটি ব্লকেড” এর সমর্থন দিয়ে ইউপিডিএফের টানা ৭২ ঘন্টার অবরোধে তৃতীয় দিনেও বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এ ঘটনার জের ধরে।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: সহিজ্জামান বলেন, পাহাড়ে শান্তি-সম্প্রীতি অক্ষুন্ন রাখতে সব ধরনের চেষ্টা অব্যাহত আছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে ক্ষতিপূরণে প্রদানে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট মন্ত্রনালয়সহ সকলে কাজ করছে। এছাড়াও সহবস্থান বজায় রাখতে শান্তি সমাবেশ করার উদ্যোগ নেয়া হয়েছে বলেও তিনি জানান।

খাগড়াছড়ি পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল জানান, পুলিশ প্রশাসন পাড়ায় পাড়ায় শান্তি-শৃঙ্খলা অক্ষুন্ন রাখতে শান্তি-সম্প্রীতি সমাবেশ করছে। এছাড়া প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রয়েছে জানিয়ে খুব শীগ্রই স্থানীয়দের মাঝে আস্থা ফিরবে বলে তিনি জানান।

উল্লেখ্য যে, খাগড়াছড়িতে মোটরসাইকেল চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যুর ঘটনায় উত্তাপ ছড়িয়ে পাহাড়ে। অপ্রীতিকর পরিস্থিতির ঘটনার জেরে অশান্ত হয়ে উঠে খাগড়াছড়ি-রাঙামাটিসহ পার্বত্য জনপদে।

 

Share

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

You cannot copy content of this page