আজ ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

পাহাড়ি-বাঙালি সম্প্রীতি বজায় রাখতে হবে : ওয়াদুদ ভূইয়া

নুরুল আলম ::কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়াপাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অতীতেও বিএনপি কাজ করেছে। ভবিষ্যতেও কাজ করবে। পাহাড়ি বাঙালি ঐক্য ও একসাথে মিলেমিশে বসবাস করাই বিএনপির মূল আদর্শ বলে মন্তব্য করেন ওয়াদুদ ভূইয়া। কোন ধরণের চক্রান্তে বিএনপির কর্মীরা যাতে পা না দেয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের প্রতিরোধ করতেও আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্ব) সন্ধ্যায় খাগড়াছড়ি পৌরসভার ৩ নং ওয়ার্ড মহিলা দলের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া এসব কথা বলেন।
তিনি বলেন, জনগণকে সম্পৃক্ত করে সরকার পতনের আন্দোলন করাই মূল লক্ষ্য ছিলো বিএনপির। শেখ হাসিনার পতন হয়েছে। এখন সকল জনগণকে সাথে নিয়ে কাজ করতে চায় বিএনপি।
ওয়াদুদ ভূইয়া বিএনপির প্রত্যেক নেতাকর্মীকে পাহাড়ি-বাঙালি সম্প্রীতি বজায় রাখতে জোরদার ভূমিকা রাখার জন্যেও নির্দেশ দিয়ে বলেন, কোন ধরণের বিশৃঙ্খল কাজের সাথে সম্পৃক্ততা পেলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ারও হুশিয়ারি দেন তিনি সেজন্য নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকারও অনুরোধ জানিয়েছেন ওয়াদুদ ভূইয়া।
এছাড়া মাঠ থেকে জেলা, সকল পর্যায়ের নেতাকর্মীদেরই সমানভাবে দলের কর্মকান্ডে অংশ নেয়ার সুযোগ দিতে নেতৃবৃন্দের প্রতি আহবান জানানো হয় সভা থেকে।
খাগড়াছড়ি পৌর মহিলা দলের সভাপতি সালেহা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, আবু তালেক জেলা মহিলা দলের সভাপতি কুহেলী, সাধারণ সম্পাদক শাহেনা আক্তার ও সাংগঠনিক সম্পাদক তাহমিনা সিরাজ সীমা প্রমুখ উপস্থিত ছিলেন।

Share

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

You cannot copy content of this page