আজ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

খাগড়াছড়িতে গণপিটুনিতে যুবক নিহত

মোটরসাইকেল চুরি করতে গিয়ে

নুরুল আলম:: খাগড়াছড়িতে মোটরসাইকেল চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর ২০২৪) ভোর ৪ টার পর খাগড়াছড়ির ০৬ নং সদরস্থ নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের মো: মামুন (৩০) খাগড়াছড়ি সদরের শালবন মধ্য পাড়ার বাসিন্দা মৃত: নূর নবীর ছেলে বলে সূত্র জানায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৮ সেপ্টেম্বর ২০২৪) ভোর ৪ টার পর স্থানীয় এক ব্যাক্তির মোটরসাইকেল চুরিতে গিয়ে ধরা পরে স্থানীয় লোকজনের হাতে পড়ে গণপিটুনির শিকার হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু ঘটে।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রিপল বাপ্পীর বক্তব্যের জন্য মুঠোফোনে কল দিলে তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আব্দুল বাতেন মৃধা জানান, মোটরসাইকেল চুরি করে পালানোর সময় বৈদ্যুতিক পিলারের সাথে ধাক্কা লাগে। হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু ঘটে। তবে গণপিটুনির বিষয়টি জানা নেই বলে তিনি জানান।

Share

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

You cannot copy content of this page