নুরুল আলম:: বৈষম্য সৃষ্টিকারী ‘আদিবাসী’ শব্দ ব্যবহারের প্রতিবাদে ও পাহাড়ে সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধের দাবীতে খাগড়াছড়িতে শিক্ষার্থীদের বিক্ষোভ-সমাবেশ হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে ছাত্র-জনতার ব্যানারে খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার থেকে একটি মিছিল বের হয়ে আদালত সড়ক ঘুরে পৌর শাপলা চত্বরের মুক্তমঞ্চে সমাবেশ করে শিক্ষার্থীরা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি গোষ্ঠী হঠাৎ নিজেদের ‘আদিবাসী’ দাবী করে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতিকে ঘোলাটে করার অপচেষ্টা করছে। পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী বৃহৎ বাঙালিরা ব্রিটিশ শাসনামলের চেয়ে বেশি শোষিত হচ্ছে। পাহাড়ি সন্ত্রাসীদের সন্ত্রাস-চাঁদাবাজিতে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠছে।
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের মহালছড়ি উপজেলা সভাপতি ফারুক আহমেদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম জেলা ছাত্র পরিষদের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান ও সাংগঠনিক সম্পাদক সোহেল রানা।
এ সময় পার্বত্য চট্টগ্রাম থেকে সন্ত্রাস, চাঁদাবাজদের প্রতিহত করার আহ্বান জানিয়ে বক্তারা বৈষম্য দূরীকরণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
You cannot copy content of this page
Leave a Reply