আজ ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

খাগড়াছড়িতে বর্ণাঢ্য আজিমুশশান জশনে জুলুছ ও আলোচনা সভা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে

নুরুল আলম:: খাগড়াছড়িতে “পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:)” উদযাপন উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য আজিমুশশান জশনে জুলুছ এর আয়োজন করেছে আহলে সুন্নাত ওয়াল জামা’আত খাগড়াছড়ি জেলা শাখা।

সোমবার (১৬ সেপ্টেম্বর ২০২৪) সকালে খাগড়াছড়ি জেলা শহরের ঈদগাঁ মাঠ থেকে “অল্লাহু আকবার ইয়া রাসুলল্লাহ (সা:) ইয়া গাউছুল আজম দস্তগীর (রা) ধ্বনিতে মুসলিম ধর্মাবলম্বীরা রাজপথে মহানবী (সাঃ) এর জন্মদিনকে স্মরণ করে জুলুছ করে। জুলুছটি শাপলা চত্বর হয়ে আদালত সড়ক,চেঙ্গি এস্কয়ার ঘুরে পৌরসভা সংলগ্ন ঈদগাঁ ময়দানে এসে সমাবেশ করে।

আহলে সুন্নাত ওয়াল জামা’আত,খাগড়াছড়ি জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব কাজী মাওলানা আবু তাহের আনসারীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, আহলে সুন্নাত ওয়াল জামাআত এর সদস্য সচিব এড. মোঃ আকতার উদ্দিন মামুন, মো: শাহ আলম মইনী।

হাজী মো: ইউনুছ এর স্বাগত বক্তব্যে মধ্য দিয়ে আলোচনা সভায় বিশেষ এই দিনের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন,উদ্বোধনী বক্তব্য রাখেন, হাজী মো: সিরাজুল ইসলাম ছাড়াও অনেকে এতে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে, ইসলাম শান্তির ধর্ম ও শান্তির পথে কাজ করার আহ্বান জানিয়ে বিশেষ এই দিনের তাৎপর্য তুলে ধরেন।

Share

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

You cannot copy content of this page