নুরুল আলম:: পার্বত্য চট্টগ্রামের সকল জাতি ধর্মের মানুষের সাংবিধানিক অধিকার নিশ্চিত এবং সন্ত্রাস, চাঁদাবাজ ও বৈষম্যমুক্ত পার্বত্য চট্টগ্রাম গঠনের দাবীতে কর্মসূচী পালন করেছে
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখা।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর ২০২৪) বিকেলে খাগড়াছড়ি কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে র্যালিটি প্রধান সড়ক ঘুরে শাপলা চত্বর মুক্ত মঞ্চে এসে সমাবেশ করে।
এতে উদ্বোধনী বক্তব্য রাখেন মুঃ ইকবাল মাহমুদ,এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সাবেক সভাপতি মাওলানা রাশেদুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন সভাপতি মাওলানা কাউছার আজিজী, সাবেক সভাপতি মাওলানা বশির উদ্দিন,মহিউদ্দিন বিন সরুজসহ সংগঠনের নেতৃবৃন্দরা এতে বক্তব্য রাখেন।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ থেকে বক্তারা বলেন, পাহাড়ে বৈষম্য কারো কাম্য নয়। সবুজ পাহাড়ে এখনো চাঁদাবাজরা প্রকাশ্যে সাধারন মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে সন্ত্রাসের অভয়ারণ্য গড়ে তুলছে।
তাদের অত্যাচার, স্বৈরাচারী সরকারের নির্যাতন-নিপীড়ন থেকে শুরু করে বর্তমানে পার্বত্য উপদেষ্টা নিয়োগসহ পার্বত্য জেলা পরিষদ নিয়োগে বাঙালি নিয়োগ নিয়ে কথা বলে বৈষম্য হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।
You cannot copy content of this page
Leave a Reply