নুরুল আলম:: খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে পৌর প্রশাসক। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর ২০২৪) দুপুরে খাগড়াছড়ি পৌরসভা কর্তৃপক্ষের আয়োজনে সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন, খাগড়াছড়ি জেলা প্রশাসকের স্থানীয় সরকার উপ-পরিচালক ও খাগড়াছড়ি পৌরসভা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, সহকারী নির্বাহী প্রকৌশলী জামাল উদ্দিন,পৌর নির্বাহী কর্মকর্তা পারভীন আক্তার খন্দকার, খাগড়াছড়ি প্রেসক্লাবের প্রতিনিধি জহুরুল আলম, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের প্রতিনিধি সৈকত দেওয়ান, প্রবীণ সাংবাদিক নুরুল আলম, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের প্রতিনিধি এইচ এম প্রফুল্লসহ জেলায় কর্মরত মিডিয়ার কর্মীরা এতে অংশ নেন।
সাংবাদিকরা পৌরসভার নানা অসংগতি, দীর্ঘ সময় ধরে খাগড়াছড়ি পৌরসভার উন্নয়ন কাজে অনিয়ম, নিয়ম না মেনে কাজ, অপরিকল্পিত ভবন নির্মাণ, যর্ততত্র ভাবে কাজের ফলে সাধারণ মানুষের ভোগান্তির কথা তুলে ধরেন।
এছাড়াও অতিরিক্ত পৌর কর,ফুটপাত দখল,খাগড়াছড়ির ৯ ওয়ার্ডের পৌর কাউন্সিলর-মেয়রের নিজ স্বার্থে সড়ক সম্প্রসারণ, কালভার্ট নির্মাণ, অনিয়ম-দূর্নীতি, বৈষম্য, নানা অভিযোগসহ পরামর্শ তুলে ধরেন।
You cannot copy content of this page
Leave a Reply