নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের বন্যাদুর্গত ৩৫০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (২৬ আগস্ট ২০২৪) সকাল সাড়ে ১০ টায় হাফছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে বন্যাদুর্গত পরিবারের মাঝে চাল বিতরণ কালে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নজরুল ইসলাম। এছাড়াও অন্যান্যদের মধ্যে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী, খাগড়াছড়ি জেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ, গুইমারা থানার অফিসার ইনর্চাজ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২নং হাফছড়ি ইউনিয়নের ১,২,৩ ও ৬নং ওয়ার্ডের ৩৫০ বন্যাদুর্গত পরিবারের মাঝে চাল বিতরণে সার্বিক সহযোগিতার দায়িত্বে ছিলেন রেডক্রিসেন্ট সোসাইটির, গুইমারা উপজেলা শাখার বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক ও স্থানীয় নেতৃবৃন্দ। একে একে সকল ওয়ার্ড ও ইউনিয়নে ১০ কেজি করে ত্রাণ বিতরণ করা হবে বলে জানান, উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।
You cannot copy content of this page
Leave a Reply