নুরুল আলম:: খাগড়াছড়ির জিরোমাইল এলাকায় বন্যার্তদের ১০ পরিবারকে বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে পুনর্বাসন ও ত্রান বিতরণ করা হয়েছে। একই সময় খাগড়াছড়ি সদর জোন সদরের পক্ষ থেকে খাদ্য সহায়তা তুলে দেয়া হয়।
সোমবার (২৬ আগস্ট ২০২৪) সাড়ে ১১টার দিকে এসব ক্ষতিগ্রস্তদের বাড়ি নির্মাণের ডেউটিন তুলে দেন অতিথিরা। এতে উপস্থিত ছিলেন,খাগড়াছড়ি সদর জোন (৩০ বীর) এর অধিনায়ক লেঃ কর্ণেল আবুল হাসনাত জুয়েল পিএসসি।
এতে জোন (৩০ বীর) এর উপ অধিনায়ক মেজর মোঃ সিদ্দিকুল ইসলাম পিএসসি, এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন ইজাজ আহমেদ সাজিন,ক্যাপ্টন ফয়সাল এতে অংশ নেন।
এছাড়া টাস্কফোর্সের নির্বাহী কর্মকর্তা মো: রাশেদ,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি প্রদীপ চৌধুরী, জিরোমাইল ক্যাম্প কমান্ডার সিনিয়র অফিসার মো. রফিক,বিদ্যানন্দ ফাউন্ডেশনের বন্যা দূর্গত মানুষদের পুনর্বাসন ও ত্রান বিতরণ কার্যক্রমের সমন্বয়ক মো. মোবারক প্রমুখ এতে উপস্থিত ছিলেন।
একই সময় বন্যার্তদের চিকিৎসা সেবায় বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেন, লে. কর্ণেল মো. রাকিবুল ইসলাম।
এতে গাইনি,মেডিসিন,সার্জারি,শল্য বিশেষজ্ঞ ডাক্তার প্রায় তিন শতাধিক রোগিকে চিকিৎসা সেবা প্রদান করে পাশাপাশি শুকনো খাবার তুলে দেন চিকিৎসার জন্য আসা বন্যার্তদের।
You cannot copy content of this page
Leave a Reply