নুরুল আলম:: বান্দরবানে বাড়িতে ফেরার পথে ঝিরিতে পড়ে ইন্দ্রলাল চাকমা (৬২) নামে এক জুম চাষী নিহত হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) সকালে সদর উপজেলার তালুকদার পাড়া এলাকায় তুংথং ঝিরিতে এই ঘটনাটি ঘটে। নিহত জুমচাষী সদর ইউনিয়নে পর্যটন চাকমা পাড়া গ্রামে লট্য চাকমা ছেলে। তিনি একজন জুম চাষী ছিলেন।
স্থানীয়রা জানান, গতকাল জুমে কাজ শেষ করে বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে পা পিছলে তুং থং ঝিরিতে পড়ে পানি স্রোতে জুম চাষি নিখোঁজ হয়ে যায়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে ঝিরিতে তার লাশ দেখতে পায়। পরে ঘটনাস্থলে এসে ঝিরি থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
এ বিষয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল রউফ বলেন, ঝিরিতে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল অনেক দুর্গম হওয়ায় লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
You cannot copy content of this page
Leave a Reply