নুরুল আলম:: ‘দেশ আমার, দায়িত্ব আমার, অধিকার আমার’, ‘আমরা নতুন বাংলাদেশ গড়বো, রুখে দাও ষড়যন্ত্র’ এমন নানা স্লোগান ও গ্রাফিতে সাঁজছে পার্বত্য জেলা রাঙামাটির দেয়ালগুলো। দল বেঁধে শিক্ষার্থীরা অসাম্প্রদায়িক, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার কথা দেয়ালে দেয়ালে তুলির আঁচড়ে তুলে ধরছেন।
রাঙামাটি শহরের হ্যাপীর মোড়, কাঠালতলী, কোর্টবিল্ডিং, তবলছড়িসহ কয়েক কিলোমিটার জুড়ে দেয়ালগুলো গ্রাফিতিতে সেজেছে।
গত কয়েকদিন ধরে শত শত শিক্ষার্থী সকাল থেকে বিকেল পর্যন্ত দেয়াল পরিষ্কার করছে এবং গ্রাফিতি আঁকায় ব্যস্ত সময় পার করছেন।
গ্রাফিতি আঁকায় অংশ নেওয়া শিক্ষার্থীরা বলছেন, নতুন স্বাধীনতার আনন্দচিহ্ন দেয়ালে ফুটিয়ে তুলতেই দেয়াল রাঙানো হচ্ছে। নতুন বাংলাদেশের সাথে আমরা নতুন রাঙামাটি গড়তে তাদের এ কর্মসূচির পরিধি আরও বাড়েোনা হবে বলে জানান তারা।
You cannot copy content of this page
Leave a Reply