আজ ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা সভায় বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আইনের আওতায় আনার সিদ্ধান্ত

নুরুল আলম: খাগড়াছড়িতে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় চলমান পরিস্থিতে সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য সকলের সার্বিক সহযোগিতা ও সম্মিলিতভাবে কাজ করা ও কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আইনের আওতায় আনার সিদ্ধান্ত হয়।

বৃহস্পতিবার (০৮ আগস্ট) সকালে জেলা প্রশাসনের কার্যালয়ে সভায় জেলা প্রশাসক মো. সহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।

এ সভায় প্রধান অতিথি’র বক্তব্যে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান বলেন, কোন ধরনের বিশৃঙ্খলা, উচ্ছৃঙ্খল, অরাজকতা সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়।

এ সময় খাগড়াছড়ি জোন কমান্ডার লে. কর্নেল আবুল হাসনাত (জুয়েল), রিজিয়নের জিএসও-২ (আই) মেজর জাবির সোবহান মিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রোজলিন শহীদ চৌধুরী, জেলা এন এস আই যুগ্ম পরিচালক জনাব মো. ফিরোজ রাব্বানী, সদর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক মিন্টু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জাহিদ হাসান, মাসুদ রানা, হেফাজত ইসলামের প্রতিনিধি, জামায়াত ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Share

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

You cannot copy content of this page