নিজস্ব প্রতিবেদক:: রাঙামাটির লংগদু উপজেলায় বন্যহাতির আক্রমণে আরজা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুলাই) সকালে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে উপজেলার বগাচতর ইউনিয়নের রাঙ্গীপাড়ায় আরজা বেগমের বাড়িতে বন্যহাতির দল আক্রমণ চালায়। এসময় হাতির আক্রমণে ঘটনাস্থলেই প্রাণ হারান আরজা। হাতির দলটি এসময় তার বাড়ি তছনছ করে দেয়। আরজা রাঙ্গীপাড়া ফরেস্ট অফিস এলাকার মৃত জহিরুল ইসলামের স্ত্রী।
ওসি বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হবে।
You cannot copy content of this page
Leave a Reply