নুরুল আলম:: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ইয়াবা ট্যাবলেটসহ জালাল উদ্দিন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১২ জুলাই) রাতের প্রথম প্রহরে উপজেলার বেলছড়ি ইউনিয়নের জায়েদ আলী পাড়া (বেলছড়ি উত্তর পাড়া) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
জালাল স্থানীয় মৃত ইউসুফ আলীর ছেলে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মুক্তা ধর জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ১৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ জালালকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ গ্রহণে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
You cannot copy content of this page
Leave a Reply