আজ ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মাটিরাঙ্গায় ২৩-বিজিবির বিভিন্ন অনুদান প্রদান

নরুল আলম:: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুস্থ অসহায় পাহাড়ি-বাঙালিদের মাঝে বিভিন্ন অনুদান প্রদান করেছে যামিনীপাড়া জোন (২৩-বিজিবি)।

বৃহস্পতিবার (১১ জুলাই) জোনের আওতাধীন এলাকায় এ অনুদান প্রদান করেন জোন কমান্ডার লে. কর্নেল আলমগীর কবির।

অনুদানের মধ্যে আবেদনের প্রেক্ষিতে ঘর নির্মাণের উপকরণ ঢেউটিন ও আর্থিক অনুদান, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে সিলিং ফ্যান, দুস্থ ও অসহায়দের নগদ অর্থ, সৌর বিদ্যুতের ব্যাটারি, যামিনীপাড়া বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও স্টাফদের অনুদান দেয়া হয়। এছাড়াও ৫টি মাদ্রাসায় চাল ও চিনি বিতরণসহ মোট ১ হাজার ৯৪৫ জন পাহাড়ি-বাঙালি সুবিধাভোগীর মাঝে ২ লাখ ১ হাজার ৩৫০ টাকা অনুদান প্রদান করা হয়। অনুদান পেয়ে উপকারভোগীরা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

এসময় জোন কমান্ডার বলেন, পার্বত্য এলাকায় স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে সীমান্ত রক্ষার পাশাপাশি নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে যামিনীপাড়া জোন (২৩-বিজিবি)। আগামিতেও এ ধরণের সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Share

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

You cannot copy content of this page