নুরুল আলম:: চীনে নারী পাচারের বিরুদ্ধে সচেতন জুম্ম সমাজের উদ্যোগে সোমবার সকাল ১০ টায় খাগড়াছড়ি প্রেস ক্লাবের সন্মুখে মানববন্ধন করেছে সচেতন জুম্ম সমাজ। মানববন্ধনে বিভিন্ন শ্রেনির পেশার নারী পুরুষ অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দরিদ্র পাহাড়ি পরিবারের কিশোরীদের বেশী বেতনের চাকুরীর প্রলোভন দেখিয়ে ও উন্নত জীবনের আশায় এ পথে পা দিচ্ছে। আর অবুঝ কিশোরীরা চুপিসারে অজানার পথে পা বাাড়াচ্ছে। মানব পাচারের মতো ঘৃণ্য কাজে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সম্প্রতি পাচারের উদ্দেশ্যে নেয়া দু দফায় ঢাকা থেকে খাগড়াছড়ি ও রাঙ্গামাটির ৬ জন কিশোরীকে উদ্ধার, পাচারের সাথে জড়িত একজন চীনা নাগরিকসহ ৫ জনকে আটক কনে পুলিশ।
মানববন্ধনে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যাপক মধু মঙ্গল চাকমা, এনজিও নেত্রী শেফালিকা ত্রিপুরা, অবসরপ্রাপ্ত শিক্ষক ত্রিনা চাকমা, এড. সুপাল চাকমা প্রমুখ।
You cannot copy content of this page
Leave a Reply